রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ইসমাইল শেখ (৩৫), তার মেয়ে শিখা খাতুন (১৫) ও ছেলে আব্দুল মালেক (৫)। তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরমাহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পাংশা হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (১৯ জুলাই) রাত পৌনে ১২টার দিকে পাংশা উপজেলার কলেজমোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, রাত পৌনে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হন।
ওসি লিয়াকত বলেন, নিহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/