চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে নজরুল ইসলাম (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় ওই উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামের কুশোগাড়ির মাঠে এ ঘটনা ঘটে।
মৃত নজরুল একই মৃত ফরিদ মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে গ্রামের পার্শ্ববর্তী কুশোগাড়ির মাঠে মহিষ চরাতে যান নজরুল। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতের ঘটনায় মাঠে চরাতে নিয়ে যাওয়া মহিষটিও মারা যায়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের রেকর্ড করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/