সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হারারেতে শুক্রবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
বৃহস্পতিবার (২২ জুলাই) দাপুটে জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে টাইগাররা। প্রথম ম্যাচে সফল দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার ইনিংস শুরু করবেন।
মিডল অর্ডারে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ বড় ভরসা দলের। সেই সাথে আফিফ, সোহানের মতো ফর্মে থাকা ক্রিকেটারদের মূল একাদশে থাকার সম্ভাবনা প্রবল। স্পিনে সাকিবের সাথে কে জুটি বাধবেন তা অনেকটাই অনিশ্চিত।
পেস আক্রমণে থাকছেন মোস্তাফিজ, সাইফউদ্দিন ও শরিফুল। এখন পর্যন্ত দুই দলের ১৪ দেখায় ১০টি জিতেছে টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে খেলা তিন টি-টুয়েন্টির দুইটিতে জয় বাংলাদেশের।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/