কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় বিদুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ আরও তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/