কিশোরগঞ্জের হোসেনপুরে কোরবানির ঈদে পশু জবাইয়ের চামড়া ব্যবসায় ধস নেমেছে। ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে না পারায় লোকসানের প্রহর গুনতে হচ্ছে।
পৌর এলাকার ঢেকিয়া গ্রামের আবু হাতের ছাগলের চামড়া বিক্রি করতে না পারায় মাটিতে পুতে রেখেছেন।
সরকার নির্ধারিত ৩৫-৩৭ ফুট ধরে বিভিন্ন এলাকা থেকে চামড়া কিনে মজুদ করে ফড়িয়া ব্যবসায়ী। অপর দিকে অদক্ষ শ্রমিক দিয়ে পশু থেকে চামড়া সড়ানো সময় কেটে গিয়ে নষ্ট হয়ে যায়। পাইকার না থাকায় গ্রামাঞ্চলের অনেক চামড়া বিনামূল্যে মাদ্রাসায় দান করতে দেখা যায়।
বুধবার সন্ধ্যায় উপজেলা গুহাটা বাজারে চামড়া প্রকৃত মূল্যে বিক্রি করতে পারেননি ফড়িয়া ব্যবাসায়ীরা।
ধূলজুরী গ্রামের চামড়া ব্যবসায়ী আ: মসজিদ জানান, বাজারে প্রকৃত মূল্যে চামড়া বিক্রি করতে পারিনি। চামড়া ব্যবসায় আমার বহু টাকা লোকসান হয়েছে।
চামড়ার পাইকার ফারুক জানান, বাজার ভালো না থাকায় চামড়া কিনে লাভের মুখ দেখতে পায়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/