করোনা আক্রান্ত করিম বেনজামা

সময়: 6:54 pm - July 23, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

করোনা আক্রান্ত হয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার এবং রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজামা। বেনজামার ক্লাব রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে বর্তমানে ছুটিতে আছেন তিনি। শুক্রবার (২৩ জুলাই) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল করিম বেনজেমার। কিন্তু এদিনই দুভার্গ্যক্রমে করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। করোনা পজিটিভ হওয়ায় রিয়াল মাদ্রিদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে বেশ কয়েকদিন দেরি হবে তার। লিগের নিয়ম অনুযায়ী অন্তত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে তাকে।

এরপর পুনরায় করোনা পরীক্ষা করে নেগেটিভ হলে ক্লাবের নিয়ম মেনে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। ১৫ আগষ্ট আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। তার আগে অবশ্য দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা রয়েছে ক্লাবটির।

সবশেষ ইউরো আসরে তার দেশ ফ্রান্সকে বিদায় নিতে হয়েছে রাউন্ড অব সিক্সটিন থেকে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর