রাজধানীর কমলাপুরে বিআরটিসির বাস ডিপোতে আগুন লেগেছে। এতে দুটি বাস পুড়ে গেছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, বিকেল সাড়ে ৬টার দিকে বিআরটিসির বাস ডিপোতে আগুন লাগার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানিয়েছেন, লকডাউনে চলাচল বন্ধ থাকায় বিআরটিসির বাসগুলো ডিপোতে রাখা হয়েছিল। বিকেলে হঠাৎ একটি বাসে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আরেকটি বাসে ছড়িয়ে পড়ে। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/