ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন উলে গুনার সুলশার। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটির কোচের দায়িত্বে থাকছেন তিনি।
ক্লাবের ওয়েবসাইটে শনিবার ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি জানায়, চুক্তিতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
৪৮ বছর বয়সী এই কোচ ২০১৮ সালের ডিসেম্বরে অস্থায়ীভাবে ইউনাইটেডের দায়িত্ব নেন জোসে মরিনিয়োর বিদায়ের পর। পারফরম্যান্সের ভিত্তিতে ২০১৯ সালের মার্চে সুলশারের সঙ্গে তিন বছরের চুক্তি করে ১৩ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা (১৯৯২ সালে নতুন নামকরণের পর থেকে)।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে দুইয়ে থেকে শেষ করে ইউনাইটেড। গতবার ইউরোপা লিগের ফাইনালেও উঠেছিল দলটি, কিন্তু টাইব্রেকারে তাদের হারিয়ে শেষ হাসি হাসে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/