করোনা ও উপসর্গ নিয়ে ২০ জেলায় মৃত্যু ১৪৯

আপডেট: July 26, 2021 |

২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের ২০ জেলায় ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৬ জন মারা গেছেন। এদের মধ্যে খুলনার ১৮ জন, কুষ্টিয়ার ১২, যশোরের ১১ এবং সাতক্ষীরার ৫ জন রয়েছেন।

চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৭ জন মারা গেছেন। এদের মধ্যে চট্টগ্রামে ১২ জন এবং কুমিল্লায় ১৫ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ১৩, নাটোরের ২, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে রয়েছেন।

এদিকে, ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ময়মনসিংহের ১৯, নেত্রকোনার ২ এবং জামালপুর ও শেরপুরের একজন করে রয়েছেন।

বরিশাল বিভাগে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত এবং ১০ জনের উপসর্গ ছিল। এদের মধ্যে বরিশালের ১০, বরগুনার ৭ এবং পিরোজপুরের একজন রয়েছেন। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ৮, টাঙ্গাইলে ৪ এবং দিনাজপুরে ৬ জন মারা গেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর