নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের দক্ষিন রসুলবাগ এলাকা থেকে ১২ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ ১৫ হাজার ৮৯৫ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধারসহ করা হয়।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত ১০ টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, মো. জহুরুল ইসলাম (৩৮), মোঃ হৃদয় শেখ (২১), আখের আলী (৩৫), মোঃ সুকুর আলী (২২)জয়নাল উদ্দিন (১৮), মোঃ তকবির (১৮), মোঃ রাজিব (২২), ওয়ারিশ মিয়া (২৮), মোঃ ইউসুফ (২৫), মোঃ সবুজ গাজী (৩৫), আতাউর রহমান (১৮) ও মোঃ সোহেল (২৭)।
র্যাব জানায়, দক্ষিণ রসুলবাগ এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর।
আসামীদের বিরুদ্ধে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/