রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ বুধবার (২৮ জুলাই) সকালে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যাত্রী সৌদি আরবে যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবা তিনি সৌদি আরবে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/