ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এ বছর ৯৭০ অভিবাসীর মৃত্যু

আপডেট: July 28, 2021 |

চলতি বছর ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে মারা গেছেন কমপক্ষে ৯৭০ জন অভিবাসন প্রত্যাশী। সর্বশেষ লিবীয় উপকূলে ৫৭ জনের মৃত্যু হয়। মঙ্গলবার জাতিসংঘ এ কথা জানিয়েছে। খবর এএফপির।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানায়, কমপক্ষে ৫৭ অভিবাসী লিবিয়া উপকূলে তাদের নৌকা ডুবে যাওয়ায় প্রাণ হারিয়েছে। অনেক ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর সি ক্রসিং রুট পাড়ি দিয়ে ইউরোপে চলে যাওয়ার সময় ঘটা এটি হচ্ছে সর্বশেষ মর্মান্তিক ঘটনা।

আইওএম জেনেভায় সাংবাদিকদের বলেছে, নিখোঁজদের মধ্যে কমপক্ষে ২০ নারী ও দুই শিশু রয়েছে।
রোববার রাজধানী ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত লিবিয়ার খোমস বন্দর থেকে নৌযানটি ছেড়ে যায়। পরে সমস্যা দেখা দেয় এবং পানি ঢুকে পড়ায় তা ডুবে যায়।

আইওএম মুখপাত্র পল ডিলন বলেন, “স্থানীয় জেলে ও লিবীয় কোস্টগার্ড পানি থেকে ১৮ জনকে উদ্ধার করেছে।”

“প্রাণে বেঁচে যাওয়া এসব ব্যক্তি আমাদের কর্মকর্তাকে বলেছে, এ নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৫৭ জন নিখোঁজ রয়েছে।”

“লিবিয়ায় থাকা আমাদের কর্মকর্তারা প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা, খাদ্য, পানি ও সান্ত্বনা দেয়। তারা সকলে নাইজেরিয়া, ঘানা ও জাম্বিয়ার নাগরিক।”

২০২১ সালের এ পর্যন্ত ভূমধ্যসাগর রুটে এ নিয়ে প্রায় ৯৭০ পুরুষ, নারী ও শিশু প্রাণ হারালো।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর