টলিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। গত ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান যুবান। তারপর থেকে সন্তান নিয়ে ব্যস্ত থাকলেও নিজেকে ফিট করে শুটিংয়ে ফিরেছেন শুভশ্রী।
এবার মা-ছেলে ক্যামেরার সামনে দাঁড়ালেন। শুভশ্রীর ইনস্টাগ্রামে পোস্ট করা একাধিক ভিডিওতে সেই দৃশ্য দেখা গেছে।
সাদা-কালো একটি ভিডিওতে দেখা যায়- জিন্স আর টি-শার্ট পরে হাঁটু মুড়ে মেঝেতে বসে আছে যুবান। নেপথ্যে ‘টুইংকেল টুইংকেল লিটল স্টার’ বেজে উঠতেই আনন্দে মেতে উঠে সে।
তার ঠিক পেছনে সিক্যুয়েনের পোশাকে ঝলমলে শুভশ্রী। চুল টেনে পেছনে বাঁধা, মানানসই তার রূপসজ্জা। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘মায়ের সঙ্গে শুটিং।’
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মা-ছেলের মধুর মুহূর্ত। নেটিজেনরাও প্রশংসা করছেন। এখন প্রশ্ন উঠেছে, ক্যামেরার পেছনে কে ছিলেন? রাজ চক্রবর্তী, না অন্য কেউ? খুব শিগগির কি তাদের বড় পর্দায় দেখা যাবে? নেটিজেনদের এমন কৌতূহলের শেষ নেই। তবে এ বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/