বগুড়ায় করোনা ও উপসর্গে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৮ জন ও উপসর্গে ৮ জন মারা গেছেন।
আজ সোমবার (২ আগস্ট) জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন- আদমদীঘির মোমেনা (৬০), শাজাহানপুরের আবদুল আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), গাবতলীর আজিজার রহমান (৭৭), আদমদীঘির আকতার বানু (৮৫), সদরের জয়নুল (৭১), মতিউর (৬০), বজলার রহমান (৭৫), বাধন চন্দ্র (৬৫) ও শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০)।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনায় আরও ১২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬২ জন, জিন এক্সপার্ট মেশিনে চার নমুনায় তিনজন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৯ নমুনায় ৫১জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩ নমুনায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে সদরে ৬১ জন, শাজাহানপুরে ১৯ জন, শিবগঞ্জে ১২ জন, শেরপুরে ছয়জন, গাবতলীতে ছয়জন, আদমদীঘিতে পাঁচজন, দুপচাঁচিয়ায় পাঁচজন, ধুনটে চারজন, নন্দীগ্রামে তিনজন, সারিয়াকান্দিতে দুইজন, সোনাতলায় দুইজন ও কাহালুতে একজন।
জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। মারা গেছেন ৫৮২ জন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/