অন্তঃসত্ত্বাদের করোনার টিকা দেওয়ার বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ বিষয়ে করা রিটের ওপর শুনানি করে এ আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেলকে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে হাইকোর্টকে জানাতে মৌখিকভাবে আদেশ দেওয়া হয়েছে।
সরকার কী সিদ্ধান্ত নেয় তার ওপর ভিত্তি করে পরবর্তী আদেশের জন্য রিটের শুনানি মুলতবি রাখেন হাইকোর্ট বেঞ্চ।
অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার নির্দেশনা চেয়ে ৩১ জুলাই হাইকোর্টে ৪ আইনজীবী একটি রিট আবেদন করেন। যার মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও আছেন।
রিটে স্বাস্থ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ও আইইডিসিআরের পরিচালককে বিবাদী করা হয়েছে। সম্প্রতি করোনায় একজন সহকারী জজ অন্তঃসত্ত্বা নারীসহ বেশ কয়েকজন মারা যান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/