জৈব সুরক্ষা বলয়, নানা শর্ত, মানসিক ক্লান্তি, নিরাপত্তার কড়াকড়ি- সিরিজ শুরুর আগে এগুলোই ছিল আলোচনায়। অবশেষে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে শুরু হচ্ছে মাঠের লড়াই। প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
এখন পর্যন্ত টস হেরে আগে ২২ ম্যাচে আগে ব্যাট করেছে বাংলাদেশ। যার মধ্যে ৯টিতে জয় পেয়েছে টাইগাররা। আর বাকি ১২ ম্যাচে হেরেছে বাংলাদেশ। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচে আগে ব্যাট করে জয় পেয়েছে বাংলাদেশ।
এখন পর্যন্ত দেশের বাইরে অস্ট্রেলিয়া টস জিতে আগে ফিল্ডিং করেছে ২৮ ম্যাচে। যার মধ্যে ১৩টি ম্যাচেই তারা জয় পেয়েছে, হেরেছে ১৫ ম্যাচ। সব মিলিয়ে টস জেতা ৪৬টি ম্যাচের ২০টিতে জিতেছে অজিরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন অবধি চারটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছে বাংলাদেশ। যার সবগুলোতেই হেরেছে টাইগাররা। সর্বশেষ বেঙ্গালুরুতে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে টাইগাররা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/