শেখ কামাল জাতীয় ক্রীড়া পদক পুরস্কার গ্রহণ করেছেন মনোনীত ব্যক্তি ও সংস্থা। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে পুরস্কারপ্রাপ্তরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকতার হোসেনের হাত থেকে ক্রেস্ট, সম্মাননাপত্র গ্রহণ করেন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধক্রমে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার হস্তান্তর করেন।
প্রথমে পুরস্কার গ্রহণ করেন তিন ক্রীড়াবিদ আরচ্যার রোমান সানা, সাঁতারু মাহফুজা খাতুন শিলা ও ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। তারা তিনজনই দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণ জিতেছিলেন।
উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার গ্রহণ করেন অ-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী, ক্ষুদে ফিদে মাস্টার ফাহাদ রহমান ও উঠতি নারী ফুটবলার উন্নতি খাতুন।
ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার গ্রহণ করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের ও কারাতে ফেডারেশনের সভাপতি কৈ শ্য ল হ্ন। ক্রীড়া সাংবাদিক হিসেবে দেশের সবচেয়ে প্রবীণ ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার পরিবারের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন জিকরুল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়েছে সেরা ক্রীড়া সংস্থার ট্রফি। বিসিবির পক্ষ থেকে এ পুরস্কার নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। পৃষ্ঠপোষক ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের উর্ধতন কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। সর্বশেষ পদক গ্রহণ করেন আজীবন সম্মাননা পাওয়া কিংবদন্তি ফুটবলার কাজী মোঃ সালাউদ্দিন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/