পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পমাল্য অর্পন শেষে শেখ কামাল সহ ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষ চারা বিতরণ করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে শেখ কামাল স্মৃতিচারণ বিষয়ক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, বোদা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/