ফিলিস্তিনি এলাকা থেকে আগ্নেয় বেলুন পাঠানোর ওজুহাতে ইসরায়েল গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার এ কথা জানায়।
তারা এক বিবৃতিতে বলেছে, দিনভর গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন পাঠানো হয়। এ কারণে আইডিএফ যোদ্ধারা হামাসের সামরিক কম্পাউন্ডে বিমান হামলা চালিয়েছে। তবে এতে ক্ষয় ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
হামাস মিত্র হিজবুল্লাহর রকেট হামলার জবাবে ইসরায়েলি বাহিনী লেবাননে গোলা নিক্ষেপ করলে শুক্রবার গাজা থেকে এ আগ্নেয় বেলুন পাঠানো হয়।
এদিকে ইসরায়েলি সূত্র বলছে, আগ্নেয় বেলুনের কারণে গাজার নিকটবর্তী এশকল এলাকায় চার দফা আগুন লাগে।
উল্লেখ্য, সর্বশেষ গত ২৫ জুলাই ইসরায়েল গাজায় এ ধরনের বিমান হামলা চালায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/