বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জিম্বাবুয়ের গভীর একটা সম্পর্ক রয়েছে। বিশেষ করে দেশটির সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবু বাংলাদেশেরও বেশ জনপ্রিয়। সবাইকে অবাক করে দিয়ে অবসরের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের এই সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান।
জানা গেছে, এবার কোচিংয়ে থিতু হয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। বাংলাদেশে কোচ হয়ে এসেছেন।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) শিক্ষার্থীদের কোচিং করাবেন তিনি। তার সঙ্গে বিকেএসপির কোচ হয়েছেন ইংল্যান্ডের অ্যান্ডি কটাম।
বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল এ.কে.এম মাজহারুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘তাইবু আমাদের ব্যাটিং কোচ হিসেবে এসেছেন। বিকেএসপিতে এক বছর কাজ করবেন তিনি। এর মধ্যে যদি পারফরম্যান্স ভালো হয় এবং পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে হয়তো আমরা আরও এক বছরের জন্য তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবো।
বিকেএসপির প্রমিলা প্রজেক্টের ট্রেনারদের দেখবে তাইবু। একইসঙ্গে বিকেএসপির ছেলে-মেয়ে উভয় স্টুডেন্টদেরও দেখবে।’
তাইবু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কোন কাজ করবেন কি না জানতে চাইলে এ.কে.এম মাজহারুল বললেন, ‘না, এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের এ ধরনের কোনো আলোচনা হয়নি।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/