সাফ চ্যাম্পিয়নশিপের সূচি চূড়ান্ত হয়ে গেছে। তাই ডাক পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে’র। আগামীকাল শুক্রবার ঢাকায় আসবেন তিনি।
অক্টোবরে সাফ ছাড়াও অবশ্য সেপ্টেম্বরের শুরুতে আন্তর্জাতিক ম্যাচের ‘ফিফা উইন্ডো’ রয়েছে। জেমির সে জন্যও ঢাকায় চলে আসার কথা। এখন সাফকে সামনে রেখেই পরিকল্পনা সাজাবেন তিনি।
২৭ আগস্ট পর্যন্ত চলবে লিগ। বাকি থাকবে শুধু এএফসি কাপে ব্যস্ত থাকা বসুন্ধরা কিংসের তিনটি ম্যাচ। সেপ্টেম্বরের ৭ তারিখ ফিফা উইন্ডো শেষে সেই ম্যাচগুলো দিয়ে এই মৌসুমের লিগের ইতি টানা হবে।
লিগের পর জাতীয় দল পুরোপুরিভাবে নেমে যাবে সাফের প্রস্তুতিতে। তার আগে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেলে ফুটবলারদের অবস্থা পরখ করে নেওয়ার সুযোগ থাকছে জেমির। সেই ম্যাচ কয়টা হবে, প্রতিপক্ষ কারা- শুক্রবার জাতীয় দল কমিটির সভা শেষে তা জানা যেতে পারে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/