হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টায় জেলার শায়েস্তাগঞ্জের নছরতপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে ৪ জন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, সকালে শায়েস্তাগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ওই কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এসময় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/