চুয়াডাঙ্গায় আরও ১৭ জনের করোনা শনাক্ত

সময়: 1:10 pm - August 30, 2020 | | পঠিত হয়েছে: 6 বার

চুয়াডাঙ্গায় নতুন করে ১৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ২৪২ জনে দাঁড়াল। এর মধ্যে নতুন ৩২ জনসহ এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৭৪৪ জন। আর মৃত্যু হয়েছে ৩০ জনের।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদরে ১২, আলমডাঙ্গায় ১ ও দামুড়হুদা উপজেলায় ৪ জন। নতুন আক্রান্তরা হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। যেখানে ৬৩১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে, এর মধ্যে ২৪৬ জনই সুস্থ হয়েছেন। প্রাণ গেছে ১৩ জনের। আলমডাঙ্গায় আক্রান্ত ২৬৪ জনের মধ্যে সুস্থ ২১৬ জন। মারা গেছে ১০ জন। দামুড়হুদায় ২১৭ জন আক্রান্তে ইতিমধ্যেই ১৮৪ জন বেঁচে ফিরেছেন ও মারা গেছে ৬ জন। জীবননগর উপজেলায় করোনার শিকার ১৩০ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৮ জন ও মারা গেছে ১জন। গত ১৯ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন আলমডাঙ্গা উপজেলার ইতালিফেরত এক যুবক।

তবে নমুনা প্রদানের তিনদিন পরে রিপোর্ট আসায় আক্রান্ত অনেকে অবাধে ঘুরে বেড়িয়েছেন। ফলে করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি বৃদ্ধি পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে দায় নিচ্ছেন না কেউই। ফলে সচেতন মহলের মাঝে মারাত্মক ক্ষোভ দেখা দিয়েছে।

সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, ‘করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়াই সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর