আবারও চট্টগ্রামে ভয়াবহ আগুন

আপডেট: June 8, 2022 |
print news

সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর আগুনের লেলিহান শিখা এখনও যেন জ্বলজ্বলে চট্টগ্রামবাসীর মনে। এর মধ্যেই আজ সকালে আবারও আগুনে পুড়ছে বন্দরনগরী।

বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদারবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

এর আগে, গত শনিবার সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ এখন পর্যন্ত ৪৩ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও আগুনে দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায়া অসহ্য যন্ত্রণার প্রহর পার করছেন আরও অন্তত দুই শতাধিক।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর