বেনামী চিঠিতে জবি অধ্যাপককে হত্যার হুমকি

আপডেট: January 29, 2023 |
inbound2016693477075962593
print news

মো. আরিফ হোসাইন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে বেনামী এক চিঠি পাঠানো হয়েছে।

রোববার(২৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়াম্যানের চিঠির বক্সে এই চিঠি পান বলে জানিয়েছেন তিনি।

চিঠিতে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে নিয়ে কটুক্তি করা সহ অশ্লীল ভাষায় গাল-মন্দ করে ও বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে সমালোচনা করে ৪ পৃষ্ঠায় লেখা হয়েছে।

চিঠিতে প্রধানমন্ত্রীর ছবিসহ ৯টি ছবির উপর বিভিন্ন লেখা আছে।

প্রতিনিয়ত বিভিন্ন জাতীয় পত্রিকায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে কলাম লেখার কারণে ড. মিল্টন বিশ্বাসকে ‘মালাউন’ বলে হত্যার হুমকি দেওয়া হয় চিঠিতে।

এর আগেও ২০১৪ সালে বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে কলাম লেখার কারণে ড. মিল্টন বিশ্বাসকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

চিঠির বিষয়ে ড. মিল্টন বিশ্বাস বলেন, ডাকযোগে হত্যার হুমকি দিয়ে আমাকে এক চিঠি পাঠানো হয়েছে।

তবে যারাই এসব কাজের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এ বিষয়ে আজকে থানায় জিডি করবো।

Share Now

এই বিভাগের আরও খবর