শরণখোলায় ছেলের হাতে বাবা খুন

আপডেট: February 17, 2023 |
inbound7127011178628610090
print news
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায়
ছেলের হাতে মোঃ মতিউর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর রাজাপুর জিবনদুয়ারী গ্রামে। পুলিশ ছেলে মোঃ আলাউদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে কিছুটা মানষিক ভারসাম্যহীন। শুক্রবার সকালে বাবার কাছে টাকা চায় সে। কিন্তু বাবা মতিউর রহমান টাকা না দেয়ায় আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে শীল নোড়া দিয়ে এলোপাতারী আঘাত করে মাথা, পা ও হাত থেতলে দেয়।
এতে মতিউর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় প্রতিবেশীরা আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
আসামী আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ। এব্যপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Share Now

এই বিভাগের আরও খবর