জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় নিহত ১

আপডেট: February 17, 2023 |
inbound7670837352039873914
print news
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার বেগুনবাড়ি রেলগেটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত ও অটোরিকশার চার জন যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে রেলগেট অতিক্রম করার এ ঘটনা ঘটে। অননুমোদিত ওই রেলগেটে কোনো গেটম্যান ছিল না।
নিহত ব্যাটারিচািলত অটোচালক হলেন, আতাউর রহমান (৪৭)। তিনি আক্কেলপুর উপজেলার রোয়াইড় গ্রামের মোতারব হোসেনের ছেলে।
আহত ব্যক্তিরা হচ্ছে,  মজিদা বেগম বেগম (৪০),  ফাতেমা বেগম (৪২), তানিয়া খাতুন (১২) ও আজমিরা আক্তার (১৪)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোয়াইড় গ্রাম থেকে ব্যাটারিচািলত আটোরিকশায় চড়ে চার জন ব্যক্তি মিলাদ খেতে আত্নীয়র বাড়ি বদলগাছি উপজেলার খাদাইল গ্রামে যাচ্ছিলেন।
সকাল সাড়ে এগারোটার দিকে বেগুনবাড়ি রেলগেটে অতিক্রম করার সময় অটোরিকশা উল্টে যায়। এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাটি দুমড়ে-মচড়ে যায়।
ব্যাটারিচািলত অটোরিকশার চালক আতাউর রহমানের মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশার যন্ত্রাংশের আঘাতে চার জন যাত্রীই আহত হন।
আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেগুনবাড়ি রেলগেটটি রেলওয়ের অনুমোদনহীন। একারণে সেখানে কোনো গেটম্যান নেই।
Share Now

এই বিভাগের আরও খবর