আনন্দ ভ্রমণে এএল খান উচ্চ বিদ্যালয়ের ৯০’র ব্যাচ


মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: “এসো বন্ধু প্রাণের উচ্ছ্বাসে ঘুরে আসি দুরে কোথাও” এই শ্লোগানকে সামনে রেখে অদ্য শনিবার ১১ মার্চ ২০২৩, এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ “এ এল খান উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯০” আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয় চট্টগ্রামের পার্বত্য জেলা রাঙামাটিতে।
মানুষের জীবন চলার পথ, ঘাত সংঘাতের লীলা খেলা, কখনো দুঃখ কখনো হাসি আবার কখনো কান্না এই নিয়েই আমাদের এই সব দিন রাত্রি। সুস্থ দেহ এবং প্রশান্ত মন নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকাই এই ভ্রমণের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য।
বৈশাখী নিউজ ২৪.নেট এর চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম এর পরিচালনায় এই আয়োজনে স্বতস্ফূর্ত ভাবে যারা অংশ নিয়েছেন, তারা সকলেই সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখা বিশিষ্ট সম্মানিত ব্যক্তিত্ব এবং গুণিজন। আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যাংকার,ব্যবসায়ী, শিক্ষক,সাংবাদিক, সমাজ সেবক সহ বিভিন্ন কর্পোরেট শাখায় কর্মরত ব্যক্তিবর্গ।