এ এল খান উচ্চ বিদ্যালয় “ব্যাচ ৯০” এর উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট: April 9, 2023 |
inbound3886667058390191227
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জন প্রত্যেক মোমিনের জীবনের লক্ষ্য।

মহানবী (সা.) বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি, একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাত বা সেজদার সময় ’ (মুসলিম)। আল্লাহ তাআলার নির্দেশ, ‘তোমরা সন্ধ্যা পর্যন্ত সিয়াম পূর্ণ করো।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৭)। এই আদেশ পালনের আনন্দ প্রকাশিত হয় ইফতারের মাধ্যমে।

ইফতারের এই আনন্দ সবার মাঝে সমান ভাবে ভাগাভাগি করে নিতে অদ্য ০৮ এপ্রিল শনিবার বিকেল ৫:০০ ঘটিকার সময় এ এল খান উচ্চ বিদ্যালয় (এস এস সি ব্যাচ”৯০”) এর স্কুল জীবনের সতীর্থরা মিলিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে।

একের প্রতি অন্যের সৌহার্দপূর্ণ  মনোভাব পারস্পরিক সম্পর্ক এবং সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তি এবং সমাজ জীবনে মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মাহফিলে সমবেত বন্ধুরা।

বিশিষ্ট সমাজ সেবক এবং ব্যাংকার মাসুদ আক্তার কাদেরীর তত্ত্বাবধানে এই মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদ হোসেন খান মাসুক, নুরুল ইসলাম মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক শওকত আকবর, মল্লিকা হজ্জ কাফেলার স্বত্বাধিকারী মো: ইব্রাহিম, রোকন উদ্দিন, ফারুক ই আজম, মো: শাহজাহান, মন্জু সায়েদ, জাহেদ, ওসমান গণি, আবুল হোসেন, মো: সিরাজ, মোহাম্মদ হেফাজত,  কাজী নুরুল আবছার, আবু ছায়েদ বুলু, গোলাম মোহাম্মদ, ওয়াহিদ, মঈন উদ্দিন, এম সি মানিক, নুরুল আক্তার, সিরাজুল আলম, মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর