বিশ্বে করোনায় আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু

আপডেট: April 25, 2023 |
inbound199904333023881120
print news

বিশ্বজুড়ে আরও কমেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ৩৪ হাজার ৩৭৯ জন। তবে একদিনের ব্যবধানে বেড়েছে মৃত্যুর সংখ্যা। পুরো বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮৯ জন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪৯ হাজার ৩৯৮ জন। আর মৃত্যু হয়েছিল ১২৩ জনের।

শ্বাসতন্ত্রের এ সংক্রামক ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি ৫ হাজার ৪৫৮ জন আক্রান্ত হয়েছেন রাশিয়াতে। দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৩২ জন সংক্রমিত হয়েছেন ইউরোপের দেশ রোমানিয়ায়।

আর তৃতীয় সর্বোচ্চ ৫ হাজার ২৭ জন আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায়।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার মানুষ। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৮৩৪ জন। একদিনের ব্যবধানে দেশটিতে সংক্রমণ অর্ধেকে নেমে এসেছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে জার্মানিতে। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। মৃত্যুর দিকে দিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে রোমানিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬ জন।

আর তৃতীয় সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৬১৫ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৬০ হাজার ২০০ জনে।

Share Now

এই বিভাগের আরও খবর