ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপডেট: April 28, 2023 |
Boishakhinews24.net 343
print news

তারেকুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ: বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’।

দিবসটি উপলক্ষ্যে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পরে র‍্যালি শেষে আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ আকবর আলী শেখ, চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পুলিশ সুপার, ফরিদপুর।

আলোচনা সভায় বক্তারা বলেন বক্তারা বলেন, সাধারণ মানুষ যাতে বিচার বঞ্চিত না হয় সেজন্য কাজ করে যাচ্ছে ফরিদপুর জেলা লিগ্যাল এইড অফিস। এ অফিসের মাধ্যমে ধনী দরিদ্র সকলকে আইনি পরামর্শ দেওয়াসহ দরিদ্রদের বিনামূল্যে আইনিসেবা প্রদান করা হয়।

এসময় জেলা লিগ্যাল এইড কমিটি, ফরিদপুরের পক্ষ থেকে পুলিশ সুপার, ফরিদপুরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড কমিটি, ফরিদপুর এর সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর