বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট: May 4, 2023 |
Boishakhinews24.net 29
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে দুই কেজি শুকনা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ” ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়া।

বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০ টার দিকে “৪ এপিবিএন,বগুড়ার সদস্যরা জেলা সদর থানাধীন ছিলিমপুর এস,বি ফিলিং স্টেশন এর সামনে ( ঢাকা-রংপুর) মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ (দুই) কেজি শুকনা গাঁজাসহ মোঃ শুকুরদি ওরফ বাবু(২৪) ও মোঃ ইছারুল ওরফে ইছা(২১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই দুই মাদক ব্যবসায়ীর মধ্যে শুকুরদি ওরফে বাবু হলেন- ঠাকুরগাঁ জেলার রাণীশংকৈল থানাধীন বিন্নাকুড়ি গ্রামের মৃত-আলাউদ্দিনের ছেলে এবং ইছারুল ওরফে ইছা হলেন একই জেলার হরিপুর থানাধীন মেদনী সাগর গ্রামের মৃত-সিরাজুল ইসলামের ছেলে।

“৪ আর্মড পুলিশ ব্যাটসলিয়ন,বগুড়ার সুযোগ্য অধিনায়ক( অড্যাশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক(পুলিশ সুপার) মোঃমাহফুজ আফজাল,অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান পিপিএম এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃআরিফ আলী এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)আরিফুজ্জামান ভূঁইয়া, এসআই(নিঃ)সোলায়মান হোসেন বাচ্চু,এএসআই (নিঃ)মোঃ সাদিকুল ইসলাম, এএসআই (নিঃ)মোঃ আব্দুল লতিফ, কং/ মোঃরিপন মিয়া,কং/ মোঃ শফিকুল ইসলাম, কং/ মোঃচমক মেহেদী এবং নারী কং/ মোছাঃ কুলসুম খাতুন এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।

” ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া, এর পুলিশ পরিদর্শক আরিফ আলী জানান,গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর