বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে দুই কেজি শুকনা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ” ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়া।
বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০ টার দিকে “৪ এপিবিএন,বগুড়ার সদস্যরা জেলা সদর থানাধীন ছিলিমপুর এস,বি ফিলিং স্টেশন এর সামনে ( ঢাকা-রংপুর) মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ (দুই) কেজি শুকনা গাঁজাসহ মোঃ শুকুরদি ওরফ বাবু(২৪) ও মোঃ ইছারুল ওরফে ইছা(২১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই দুই মাদক ব্যবসায়ীর মধ্যে শুকুরদি ওরফে বাবু হলেন- ঠাকুরগাঁ জেলার রাণীশংকৈল থানাধীন বিন্নাকুড়ি গ্রামের মৃত-আলাউদ্দিনের ছেলে এবং ইছারুল ওরফে ইছা হলেন একই জেলার হরিপুর থানাধীন মেদনী সাগর গ্রামের মৃত-সিরাজুল ইসলামের ছেলে।
“৪ আর্মড পুলিশ ব্যাটসলিয়ন,বগুড়ার সুযোগ্য অধিনায়ক( অড্যাশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক(পুলিশ সুপার) মোঃমাহফুজ আফজাল,অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান পিপিএম এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃআরিফ আলী এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)আরিফুজ্জামান ভূঁইয়া, এসআই(নিঃ)সোলায়মান হোসেন বাচ্চু,এএসআই (নিঃ)মোঃ সাদিকুল ইসলাম, এএসআই (নিঃ)মোঃ আব্দুল লতিফ, কং/ মোঃরিপন মিয়া,কং/ মোঃ শফিকুল ইসলাম, কং/ মোঃচমক মেহেদী এবং নারী কং/ মোছাঃ কুলসুম খাতুন এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।
” ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া, এর পুলিশ পরিদর্শক আরিফ আলী জানান,গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।