ইবি সাহিত্য সংসদের নতুন কমিটি

আপডেট: June 16, 2023 |
Boishakhinews24.net 2
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পলাশ হোসেন কে সভাপতি ও একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো:নাইমুর রহমান (দূর্জয়) কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ড. শেখ মহা: রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল কাফী।সেখানে উপস্থিত ছিলেন সংগঠন টির সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা আলমগীর অভ্র কানন এবং খাদিজাতুল কোবরা।

আগামী এক বছরের জন্য অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি নিরব বিশ্বাস, কুলসুম আক্তার, আতিয়া জয়নব, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাসেল রানা, সাংগঠনিক সম্পাদক মো: মুক্তারুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার প্রিয়া, অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা স্বর্ণা,সহ-অর্থ সম্পাদক রাশিদুল ইসলাম নাঈম, দফতর সম্পাদক সৌরভ দত্ত,উপ-দফতর সম্পাদক হাসেম আলী,গ্রন্থাগার সম্পাদক রেহনুল ইসলাম চমক,সহ-গ্রন্থাগার সম্পাদক নওশীন পর্ণিণী সুম্মা, মাহফুজ হোসাইন, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক তানভীন ইমা,প্রচার সম্পাদক ফারহানা ইবাদ,পাঠকচক্র সম্পাদক সোহেলী তাবাসসুম জান্নাত,সহ-পাঠচক্র সম্পাদক মোসুমি সরকার মিশু।

এছাড়াও ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে তুষার আহমেদ, শাহরিয়ার প্রিন্স,রেখা খাতুন,সূচনা ত্রিপুরা, নূসরাত জাহান,শাখিলা শ্রাবণী, তানজিমা ইসলাম প্রমি,মারজিয়া ইসলাম মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিষয়ক বিভিন্ন কর্মকান্ড পরিচলনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ। সংগঠনটির উল্লেখ্যযোগ্য কাজের মধ্যে রয়েছে, ‘শব্দতট’ নামে সাহিত্য পত্রিকা প্রকাশ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর দেয়ালিকা প্রকাশ এবং ‘অতন্দ্র’ নামে সাময়িকী প্রকাশ।

এছাড়াও নানামাত্রিক জ্ঞানার্জন ও তরুণ লেখক সৃষ্টির উদ্দেশ্যে নিয়মিত পাঠচক্র ও সাহিত্য আড্ডার আয়োজন করে আসছে সাহিত্য সংসদ।

Share Now

এই বিভাগের আরও খবর