ঝালকাঠিতে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের

আপডেট: June 27, 2023 |
IMG 20230615 170723 750 x 430 pixel 1
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজারে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সিএনজি যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন চালক সহ আরো দুইজন।

সোমবার (২৬জুন) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারী যাত্রীরা হলেন, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম (৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)।

আহত দুইজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, ভোর ৫ টার দিকে একটি মিনিট্রাক ঢাকা মেট্রো ন- ১৫-২৩ ৩৬ বরগুনা জেলার বামনা থানা হতে ভাঙ্গারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল।

এদিকে বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি সিএনজি বরিশাল মেট্রো থ ১১-১১১১ অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে।

এসময় সিএনজিতে থাকা ড্রাইভার সহ ৪ জন যাত্রীর মধ্যে ২ জন গুরুতর আহত হয়, অন্যান্যরাও আহত হয়।

আহত যাত্রীদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ে মারা যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায়।

Share Now

এই বিভাগের আরও খবর