নাটোরে অন্যরকম ঈদ উদযাপন

আপডেট: July 1, 2023 |
inbound5055757386259533848
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোর সদরে চক আমহাটি সম্মিলিত কল্যান সংস্থার আয়োজনে ঈদ উদযাপনের বিশেষ আয়োজন করা হয়, আয়োজনে খেলাধুলা,গান ,আড্ডা ছাড়াও বিভিন্ন উৎসবমুখর কর্মসূচি শেষে পুরস্কার বিতরণ করা হয়।।

সামাজিক অবক্ষয় রোধে ও যুবক ছেলেদের অনৈতিক কার্যকালাপ থেকে ফিরিয়ে এনে সুস্থ সুন্দর ও সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষে মূলত এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি্ত্বে করেন,চক আমহাটি সম্মিলিত কল্যান সংস্থার সভাপতি জহুরুল ইসলাম,তিনি বলেন মাদকমুক্ত সমাজ গঠনে ও বিভিন্ন বয়সী মানুষদের উৎসব আনন্দ একইসাথে সবার সাথে উপভোগ করার জন্য এই আয়োজনটি করা হয়।

আমরা একটি মানবিক ও সুস্থ সমাজ গড়তে চাই,সেই লক্ষেই আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহন করবো।

হারুনুর রশিদ ও রিপন তালুকদারের সঞ্চালনায় সংগঠনের উপদেষ্টা আজিজুল ইসলাম বলেন সুসৃঙ্খল সমাজ গঠনে এমন উদ্যোগ প্রসংশনীয়,আমরা চাই আগামীতে এই অনুষ্টান অব্যাহত থাকবে,এর মধ্যে দিয়ে সামাজিক মেলবন্ধন আরো দৃড় হবে,আমরা সকলে একইসাথে সুস্থ সুন্দর সমাজ নিয়ে একটি আদর্শ সমাজ গড়ব ইনশাআল্লাহ।

তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এমন আয়োজন বারবার বাস্তবায়নের জন্য সহযোগিতা কামনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা মকবুল ইসলাম,মজিবর রহমান,হাবুবুল্লাহ পাটোয়ারী ,কান্দুর, সংগঠনের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম,কাশেম,নাসির,মোবারক,বাপ্পি,আব্দুর রহিম,রেজাউল,ইব্রাহিম,আরিফ,ও শাহাদৎ প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর