রাষ্ট্রদূতরা এ দেশে নিজেদের সম্রাট মনে করেন: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: July 21, 2023 |
inbound4741475149726881808
print news

বিদেশি কূটনীতিকদের দেশীয় মিডিয়ায় বেশি কাভারেজ দেওয়ার কারণে তারা অভ্যন্তরীণ বিষয়েও নাক গলায় বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিদেশিরা নিজেদের এদেশের সম্রাট মনে করে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার (২১ জুলাই) সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এদিন সিলেট শিল্পকলা একাডেমিতে এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।

বিদেশি দূতদের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর আর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না। মূলত গণমাধ্যম অতিপ্রচার করার কারণে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়। তারা নিজেদের এ দেশের সম্রাট মনে করে।’

ভারতের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জনের মারা যাওয়া নিয়ে একটা দেশও কথা বলেনি।

আমাদের দেশে কে কী করল, সঙ্গে সঙ্গেই চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই। বাংলাদেশ দরিদ্র দেশ বলে তারা এটা করে।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য এ বছর পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর