শেরপুরে পুকুর খননের একমাস পর কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

আপডেট: July 23, 2023 |
inbound6951026308237240508
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পুকুর খননের একমাস পর ১০ কেজি ৯০০ গ্রাম একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নে মামুনশাহী দাখিল মাদ্রাসা এলাকা থেকে কষ্টিপাথরে ওই বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্হানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, একমাস আগে মামুনশাহী দাখিল মাদ্রাসার প্রায় ৬ বিঘা আয়তনের পুকুরটি খনন করা হয়।

সেই সঙ্গে পুকুর খননের মাটি পাশের ফেরদৌস আলমের মালিকানাধীন কৃষি জমির মধ্যে স্ত্তপ করে রাখা হয়।

শনিবার বিকেলে ওই জমির পার্শ্বে স্হানীয় দুই শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে ওই দুই শিশু মূর্তিটি দেখে গ্রামের লোকজনকে জানালে দ্রুত তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে থানায় খবর দেন।

খবর পেয়ে থানা পুলিশ এসে কষ্টিপাথরে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

স্হানীয় বাসিন্দা শাহেব আলী ও ইব্রাহীম বলেন,মাটির স্ত্তপের মধ্যে মূর্তিটি ঢাকা পড়ে। তবে বিগত দুইদিনের বৃষ্টিতে মূর্তিটি বেড়িয়ে পড়ে।

প্রথমে দুই শিশু মূর্তিটি দেখে তাদের খবর দেয়। এরপর থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান। মূর্তিটির ওজন ১০ কেজি ৯০০ শত গ্রাম।

যার,আনুমানিক মূল্য অর্ধকোটি টাকাও বেশি বলে জানান।
শেরপুর থানার উপ-পরিদর্শক ( এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ঘটনাস্হলে গিয়ে মুর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি লম্বা প্রায়,দেড় ফুট। খুবই সুন্দর মূর্তিটি,এটি পুরাপুরি অক্ষত রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মূর্তিটির বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর