নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট: August 2, 2023 |
inbound5879912706075854750
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দু’টি অভিযোগে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৩ বছর কারাদন্ড দেয়ার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

এ রায়ের প্রতিবাদে বুধবার বিকেলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে আলাইপুরস্থ জেলা বিএনপি এর অস্থায়ী কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যায়ের সামনে আসে।

সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

বক্তারা বলেন সরকার তারেক রহমান কে ভয় পায় বলে তার বিরুদ্ধে মিথ্যা ফরমাশি রায় দিয়ে তাকে দমানোর চেষ্টা করছে। কিন্তু তারেক রহমান কে কোন মামলা সাজা দিয়ে তাকে দমিয়ে রাখতে পারবে না।

Share Now

এই বিভাগের আরও খবর