ওয়ানডে অধিনায়কত্ব করবেন না তামিম

আপডেট: August 4, 2023 |
inbound6961094954943727016
print news

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে তামিম ইকবাল জানিয়েছেন, দলের কথা চিন্তা করে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) পাপনের গুলশানস্থ বাসবভনে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে তামিম এ কথা জানান।

একই সময় বিসিবি সভাপতি জানিয়েছেন, তামিম তাকে বলে দিয়েছেন যে ওয়ানডেতে আর অধিনায়কত্ব করবেন না। আর জালাল ইউনিস জানিয়েছেন, এশিয়া কাপে খেলবেন না তামিম।

তামিমের পরিবর্তে বাংলাদেশ দলকে ওয়ানডেতে নেতৃত্ব দিবেন কে? এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হবে।

তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ–অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই।

নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।

Share Now

এই বিভাগের আরও খবর