কবি সাঈদ তপুর আকস্মিক প্রয়ানে শোক সভা ও দোয়া

আপডেট: August 5, 2023 |
inbound4044516224227059130
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে কন্ঠশৈলীর প্রতিষ্ঠাতা কবি সাঈদ তপুর আকস্মিক প্রয়ানে শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে নাজনীন এর সভাপতিত্বে ও বাবু মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, এডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, নিত্যা নন্দ সাহ, সাবেক অধ্যক্ষ বেলায়েত হোসেন প্রমূখ।

কন্ঠশৈলীর সদস্যর তপুুর রেখে যাওয়া একমাত্র সন্তান সিফাতের হাতে একটি কবিতা লেখা ক্রেস্ট তুলে দেন।

কন্ঠশৈলীর সদস্যরা তপুর সৃতিচারণ করেন ও তার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন

Share Now

এই বিভাগের আরও খবর