বগুড়ার কাহালুতে পুকুরে গোসল করতে নেমে ধর্ষণের শিকার শিশু


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার পল্লীতে পুকুরে গোসল করতে নেমে ৫ বছরের শিশুকন্যা ধর্ষিতা হয়েছিল।
এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে শনিবার কাহালু থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায় ,গত বৃহস্পতিবার (০৩ আগস্ট) বেলে ২ টার দিকে বগুড়ার কাহালু উপজেলা আড়োলা এলাকার একটি পুকুরে এই শিশুকন্যা ধর্ষিতা হয়।
মামলা বিবরণে উল্লেখ করা হয় গত ৩ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ২টার দিকে স্কুল থেকে বাড়িতে এসে শিশুকন্যা অন্যান্য শিশুদের সাথে স্হানীয় একটি পুকুরে গোসল করতে নামে।
এসময় আড়োলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান(১৮) ওই পুকুর নেমে শিশুকন্যাকে ধর্ষণ করে।
এসময় শিশুকন্যার চিৎকারে অন্যান্য শিশুরা মেহেদীর কাছ থেকে শিশুকন্যাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যাথ হয়।
শিশুকন্যার বাবা বাহিরের কাজকর্ম শেষ করে বাড়িতে পৌঁছারপর পুকুরে শিশুর চিৎকার শুনে এগিয়ে যান।
ঘটনাস্থলে শিশুকন্যার বাবাকে আসতে দেখে ধর্ষক শিশুকন্যাকে ছেড়ে দিয়ে পুকুর থেকে উঠে দৌড়ে পালিয়ে যায়।
শিশুকন্যার অবস্থার বেগতিক দেখে তাকে সঙ্গে সঙ্গে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
বর্তমানে সেখানেই ওই শিশুকন্যা এখনো চিকিৎসাধীন রয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসানের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এঘটনায় ধর্ষককে গ্রেফতারর জন্য ইতিমধ্যে সোর্স লাগানো হয়েছে এবং তাকে গ্রেফতার করতে সবধরনের চেষ্টা করা হচ্ছে।