বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট: September 24, 2025 |
inbound1691910204087867804
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার আসামী রফিকুল ইসলাম (৪০)কে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৯টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার নাটোর সীমান্তবর্তী এলাকা থেকে আদালত থেকে পালানো আসামী রফিকুলকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, আদালত থেকে পালানোর পর থেকেই রফিকুলকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়।

অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

এর আগে সোমবার(২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামী গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল।

সে সময় ভিড়ের সুযোগ নিয়ে জোড়া হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামী রফিকুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়।

ডিবি কর্মকর্তা ইকবাল বাহার আরও জানান, গত ৯ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডপ গ্রামে শ্বশুর ও পুত্রবধুকে হত্যা করে রফিকুল।

ডাকাতির পর ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর রফিকুলকে গ্রেফতার করে পুলিশ এবং তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।

Share Now

এই বিভাগের আরও খবর