শাহজাদপুরে এনআরবিসি ব্যাংক তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

আপডেট: September 24, 2025 |
inbound8922756738996451238
print news

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এনআরবিসি ব্যাংকের ‘তারুণ্যের উৎসব’২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমে এনআরবিসি ব্যাংক (পিএলসি) তালগাছি সার্ব ব্রাঞ্চের উদ্যোগে এ উৎসবে শিক্ষার্থীদের জন্য দেওয়া হচ্ছে বিশেষ ব্যাংকিং সুবিধা।

১৮ থেকে ৩২ বছর বয়সী শিক্ষার্থীরা বিনামূল্যে সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন। সঙ্গে থাকছে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড।

এছাড়া শিক্ষার্থীদের জন্য নিয়মিত সঞ্চয়ী হিসাবের থেকে সুদের হার বাড়িয়ে ৬ শতাংশ পর্যন্ত বাড়তি সুদ দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

তারুণ্যের উৎসব অনুষ্ঠানে তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত স্বর্ণপদক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার,এনআরবিসি ব্যাংক তালগাছি সার্ব ব্রাঞ্চের উপ-শাখার ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম,এনআরবিসি ব্যাংক তালগাছি সার্ব ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার মোঃ মেহেদী হাসান,তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার,এস এ মডেল স্কুলের পরিচালক জাহিদুল আলমসহ কোমলমতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর