ডাকাতির প্রস্তুতিকালে গোপালগঞ্জে আটক ৫ ডাকাত

আপডেট: October 20, 2023 |
inbound3146394763598471413
print news

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানিতে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার এবং সাতটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের রাকিবুল ইসলাম (৩৫), একই গ্রামের শফিক শেখ (২৬), বরাশুর গ্রামের মহসিন খান (২৯), কাশিয়ানী গ্রামের নবীন খান (২৩) ও খায়ের হাট গ্রামের ফয়সাল শেখ (২৮)।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, জেলার কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতি করতে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় সাজাইল ইউনিয়নগামী শাখা রোডে র‌্যাবের একটি দল উপস্থিত হলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাবার চেষ্টা করে।

পরে র‌্যাব ধাওয়া করে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করে।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার এবং সাতটি দেশিয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ডাকাতি করার জন্য প্রস্তুত হচ্ছিলো বলে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর