শাপলা চত্বরের সমাবেশ থেকে পিছুটানে সুযোগ নেই: জামায়াত

আপডেট: October 26, 2023 |
inbound3203268013963866065
print news

আগামী ২৮ অক্টোবর রাজধানীর শাপলা চত্তরের সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে রাজধানীর শাপলা চত্তরে জামায়াতের সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে সরকারের বিভিন্ন মহল। অনড় জামায়াত। শাপলা চত্বরের সমাবেশ থেকে পিছুটানের সুযোগ নেই বলে মনে করছে দলটি।

গণবিরোধী ও নৈশ ভোটের সরকারের প্রতি গণঅনাস্থা জানাতে আগামী ২৮ অক্টোবর দলমত নির্বিশেষে মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মহানগরীর সকল থানা, ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড সেক্রেটারি ও তদুর্ধ্ব দায়িত্বশীলদের নিয়ে এক ভার্চুয়াল দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় এবং মাওলানা অধ্যাপক আবু ইহসানের দারসুল কুরআনের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।

আব্দুর রহমান মূসা বলেন, সরকার অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্রের অংশ হিসাবেই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে।

সরকারকে হঠকারিতা পরিহার করে অবিলম্বে পদত্যাগ ও দলনিরপেক্ষ কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের দেশ সাংবিধানিকভাবেই গণ প্রজাতান্ত্রিক রাষ্ট্র। তাই এই দেশ জনগণের; কোন ভোট চোর বা স্বৈরাচারীর নয়। জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী।

সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন বা বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি ভন্ডুল করা তাদের দায়িত্ব নয়। অথচ একশ্রেণির পুলিশ কর্মকর্তার কথায় মনে হচ্ছে তারাই এখন রাষ্ট্রযন্ত্রের কর্তা বনে গেছেন।

তিনি তাদেরকে সতর্ক করে দিয়ে বলেন, জনমতের বিরুদ্ধে অবস্থান নেবেন না। শান্তিপ্রিয় জনতার গায়ে হাত দেবেন না। কারণ, তাদের কষ্টার্জিত টাকায় আপনাদের বেতন হয়। পুলিশের জনৈক কর্মকর্তা তার এখতিয়ার বহির্ভূত বক্তব্য পেশ করে তার পোষাকের মর্যাদাহানি করেছেন।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ২৮ অক্টোবরের সাথে আমাদের আবেগ-অনুভূতি এবং আত্মসম্মান জড়িত। এদিনের আত্মত্যাগই আমাদের আগামী দিনের প্রেরণার উৎস।

ঐতিহাসিক ২৮ অক্টোবরেই সারাদেশে ৩৫ ভাই দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাই শাপলা চত্বরের সমাবেশ থেকে আমাদের পিছুটান নেয়ার সুযোগ নেই।

তিনি স্বৈরাচারি ও ফ্যাসীবাদী সরকারের পতন ও ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে সকলকে শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর