একাকীত্বে ভুগছেন মাহিয়া মাহি

আপডেট: February 23, 2024 |
boishakhinews 133
print news

 

স্বামী রকিব সরকারের সঙ্গে থাকছেন না ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে সংসারের ইতি টানবেন তারা। গত ১৬ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় এ খবর জানান মাহি নিজেই।

বর্তমান একমাত্র পুত্র ফারিশের সঙ্গে সময় কাটছে মাহিয়া মাহির। যেকোনো বিচ্ছেদই বেদনার। স্বাভাবিক কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। তার দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসও যেন সেই বার্তাই দিচ্ছে। মাহি এতে লেখেন— ‘একা একা লাগে।’

মাহির এ পোস্টে তার অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ স্বামীর সঙ্গে দূরত্ব কমিয়ে সংসারে ফেরার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ তাকে আবারো বিয়ে করার কথা বলেছেন। অনেকে তাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ফারিশ। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাদের ওই বিয়ে ভেঙে যায়।

Share Now

এই বিভাগের আরও খবর