অস্কারজয়ী পরিচালক ইনারিতুর পরিচালনায় পর্দায় আসছেন টম ক্রুজ

আপডেট: February 27, 2024 |
boishakhinews 159
print news

 

দ্য রেভেন্যান্ট’ খ্যাত অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর পরিচালনায় এবার পর্দায় আসছেন টম ক্রুজ। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন এই জুটি।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ওয়ার্নার ব্রাদার্স এবং লিজেন্ডারি পিকচার্সের ব্যানারে তৈরি হবে এটি। এটি ঘিরে ইতোমধ্যে উন্মাদনা তৈরি হয়েছে ভক্তদের মাঝে।

যদিও সিনেমাটি নিয়ে ইনারিতু বা ক্রুজের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে অভ্যন্তরীন সূত্র অনুসারে, এটির চিত্রনাট্য তৈরি হয়েছে। ঘোষণা আসবে শিগগিরই।
টম ক্রুজ, যিনি সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সাথে ২০২৪ সালের পুরোটাজুড়ে একটি বিশেষ চুক্তি সম্পন্ন করেছেন। ২০২৪ সালে এই প্রযোজনা সংস্থা থেকে অরিজিনাল এবং ফ্র্যাঞ্চাইজি সিনেমা তৈরি করার জন্য সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

সেই সমস্ত চলচ্চিত্রগুলোতে অভিনয়ও করতে যাচ্ছেন টম ক্রুজ। তারা একসঙ্গে ২০২৪ সালে অরিজিনাল এবং ফ্র্যাঞ্চাইজি ফিল্মগুলির নির্মাণ ও প্রযোজনা করবে। টম ক্রুজ সেই চলচ্চিত্রগুলোর সবকয়টিতে অভিনয় করবেন। জানা যাচ্ছে, এরই ধারাবাহিকতায় এই আসন্ন প্রজেক্টে ইনারিতুর সঙ্গে কাজ করতে যাচ্ছেন টম ক্রুজ।

সিনেমার চিত্রনাট্য তৈরি। ইনারিতু ২০২৩ সালে তাঁর সহ-লেখক সাবিনা বারম্যান, আলেকজান্ডার ডিনেলারিস এবং নিকোলাস গিয়াকোবোনের সাথে স্ক্রিপ্টটি লিখেছিলেন।
1
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য রেভেন্যান্ট’-এ ডিক্যাপ্রিও
মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু এর আগে ২০১৫ সালে ‘দ্য রেভেন্যান্ট ‘ সিনেমার জন্য জিতে নিয়েছিলেন অস্কার। এতে অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। এরপর দীর্ঘ বিরতিতে চলে যান নির্মাতা।

বিগত বছরগুলিতে পরিচালনায় দেখা যায়নি ইনারিতুকে। তবে আবারও ফিরছেন এই গুণী নির্মাতা। ‘২১ গ্রামস’, ‘বাবেল’, বিউটিফুল’, ‘বার্ডম্যান’ থেকে ‘দ্য রেভেন্যান্ট’ বানিয়ে খ্যাতি কুড়ানো ইনারিতু সেরা পরিচালক হিসেবে দুই বার অস্কার পেয়েছেন।
টম ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ‘মিশন: ইমপসিবল-ডেড রেকনিং’ সিনেমায়। যে সিনেমায় অ্যাকশন আর স্ট্যান্ট দৃশ্যে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন এই অভিনেতা। ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমা ‘মিশন: ইমপসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’। এবার এই বিশ্বখ্যাত ফ্র্যাঞ্চাইজির অস্টম সিনেমাও নিয়ে আসছেন টম। ইতোমধ্যে চিত্রনাট্যও প্রস্তুত হয়ে গেছে সিনেমাটির।

Share Now

এই বিভাগের আরও খবর