কুষ্টিয়ায় ৪১১.৬ কেজি ধাতব পদার্থ তামার তার সহ দুই জন আটক

আপডেট: March 7, 2024 |
inbound4946408508901661610
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তামার তারসহ দুই জন আটক।

গতকাল সকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই মশিউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কবি আজিজুর রহমান সড়ক (বড় স্টেশন রোড) এর উত্তরে হাজী নওশের আলী সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে হেলাল হোসেন(৩৭) ও বক্কার হোসেন(২৮) নামে দুই জনকে আটক করে।

আটককৃত হেলাল হোসেন পূর্বপাড়ার মির্জাপুর গ্রামের মৃত রহমত প্রামানিকের ছেলে এবং বক্কার হোসেন কুমারখালী উপজেলার কলাপাড়া কল্যাণপুর গ্রামের শহিদ প্রামানিকের ছেলে।

এসময় তাদের হেফাজত থেকে ০৯ (নয়)টি প্লাস্টিকের বস্তায় ৪১১.৬ কেজি ধাতব পদার্থ তামার তার উদ্ধার করা হয়।

যার আনুমানিকমূল্য ৪,১১,৬০০/-(চার লক্ষ এগার হাজার ছয়শত) টাকা। কুষ্টিয়া মডেল থানায় ৪১১/৪১৩ ধারায় এ সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৮, জিআর ৮২/২৪

Share Now

এই বিভাগের আরও খবর