মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২৯

আপডেট: April 5, 2024 |
inbound4359835062044951674
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকে শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তার ২৯ আসামির কাছ থেকে ৫ হাজার ৭৯১ পিস ইয়াবা, ২৬ কেজি গাঁজা, ৬১ গ্রাম হেরোইন ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর