বিশ্ব  মা দিবসে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

আপডেট: May 15, 2024 |
inbound1770768375042383178
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ এবার বিশ্ব মা দিবস ভিন্ন তাৎপর্যে পালিত হয়েছে বাংলাদেশে। এরই ধারাবাহিকতায়  জয়পুরহাটে  বিশ্ব মা দিবস পালিত হয়েছে।

“সংকটে মা মাটি দেশ” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের সগুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গন শহীদ মিনারে সমবেত শিশুরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে  শিশুদের মাধ্যমে  বিশ্ব মা দিবসের কেক কর্তন ও পরবর্তী চকলেট বিতরণ হয় শিশুদের মাঝে ।

এই ব্যাতিক্রমধর্মী আয়োজনে তারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্টার ও ব্যানারে প্রদর্শন করে, যেখানে লেখা ছিল- “মায়ের মুক্তি মানেই বাংলাদেশের মুক্তি”।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট শহর ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক এ কে এম গোলাম মাহফুজ শুভ, জয়পুরহাট সরকারী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাইম ইসলাম, ছাত্রনেতা আলী, আরিফ, হাবিব, রাজন প্রমুখ ।

তারা জানায়, মা দিবস পালনের মধ্য দিয়ে তারা তাদের নিজেদের মা ও দেশ মাতৃকার মা বেগম খালেদা জিয়ার দেশের জন্য আত্মত্যাগকে সম্মান জানানোর চেষ্টা করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর